Search
Close this search box.

ভারত সি’রিজে বাংলাদেশ দলে নতুন চমক

জাকের আলী অনিক
জাকের আলী অনিক । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সবচেয়ে উল্লেখযোগ্য চমক হলেন জাকের আলী অনিক। ইনজুরির কারণে শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে জাতীয় দলের নির্বাচকরা এই উইকেটকিপার ব্যাটারকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছেন।

বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবে। যেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিসিবি ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে।

দলে ১৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে এবং অধিনায়কত্ব করবেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। একজন অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে স্থান পেয়েছেন জাকের আলী অনিক। যিনি পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১৭২ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন :: সাকিবের গ্রেপ্তা’র বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

এরপর থেকেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরিকল্পনায় ছিলেন অনিক। এজন্য তিনি গত কয়েকদিন কোচ সোহেল ইসলামের অধীনে জাতীয় দলের লাল বলের অনুশীলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, খালেদ আহমেদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত