Search
Close this search box.

সাবেক ডিএম’পি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফ’তার করেছে র‍্যাব

কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফ'তার
সাবেক ডিএম'পি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ১১ সেপ্টেম্বর রাত ১১টা ১৫ মিনিটে মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, আসাদুজ্জামান মিয়াকে র‍্যাব-৩ এর একটি দল গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহীর দায়িত্বেও ছিলেন।

আসাদুজ্জামান মিয়ার জন্ম ১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায়। স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।

তার কর্মজীবনে তিনি সুনামগঞ্জ পাবনা টাঙ্গাইল জেলার পুলিশ সুপার চট্টগ্রাম ও সৈয়দপুর রেলওয়ে পুলিশের সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বগুড়ায় প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র এবং খুলনা চট্টগ্রাম ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন :: ব্যাংক খাত সংস্কা’রে ১৭৫ কোটি ডলা’র ঋণ দেবে বিশ্বব্যাংক ও এ’ডি’বি

২০১৫ সালের ৭ জানুয়ারি তিনি ডিএমপি কমিশনার পদে যোগদান করেন। তার চাকরির মেয়াদ ২০১৯ সালের ১৩ আগস্ট শেষ হওয়ার পর তাকে অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য চুক্তিভিত্তিক ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত