বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক: ওমরাহ যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটের দাম কমিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে বিশেষ ছাড় পাচ্ছেন যাত্রীরা। সেই সাথে টিকিট কেনা সহজ করতে সব বুকিং ক্লাস ও রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ওমরাহ যাত্রীদের জন্য নির্দিষ্ট দু’টি বুকিং ক্লাস ব্যবহৃত হতো। তবে এখন সব বুকিং ক্লাস উন্মুক্ত করা হয়েছে। যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে পাওয়া যাবে। ফলে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোনো বুকিং ক্লাসে টিকিট কিনতে পারবেন।
আরও পড়ুন :: যে গুরুত্বপূর্ণ আমলে রিজিক বৃদ্ধি পায়
ওমরাহ যাত্রীদের আগাম টিকিট কেনার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া যারা বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন তাদের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।