বিশ্বনাথ নিউজ২৪:: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ (১৫), তিনি ফকির ভিঠা গ্রামের বাসিন্দা। তার বাবা মহাদেব কুমার সিংহ আহতদের মধ্যে রয়েছেন।
এছাড়া বেল পুকুর গ্রামের বাসিন্দা দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদও আহত হন। জানা গেছে, তারা গোপনে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : কোনো জালিমকে ক্ষমা করা হবে না- মাসুদ সাঈদী
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, কী কারণে তারা সীমান্ত এলাকায় গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। নিহত কিশোরের লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, বিষয়টি সম্পর্কে অনুসন্ধান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।