জাতীয় সংবাদ ডেস্ক:: রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোরের ঘটনায় এই মামলা করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার রাতের দিকে ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।
৪ আগস্ট ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় আব্দুল মোতালিব (১৪) গুলিবিদ্ধ হন। তাঁর বুকে ও গলায় গুলি লাগলে তিনি মারা যান।
আরও পড়ুর :: তিস্তার পানিবণ্টন সংকটের সমাধান এখনই প্রয়োজন: ড. ইউনূস
এ ঘটনায় নিহতের পিতা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। শাজাহান খান এ মামলায় ২৩ নম্বর আসামি।