বিশ্বনাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উত্তর শাখার উদ্যোগে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রামপাশা ইউনিয়ন কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে, এবং বিশ্বনাথ উত্তর শাখার সেক্রেটারি আবু হামিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল।
আরও পড়ুন :: বিশ্বনাথে জামায়াত নেতা রব্বানী হত্যা: সাবেক মন্ত্রীসহ ৭২ জনের
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সেক্রেটারি আবু জুবায়ের এবং সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাহমুদ হাসান।
নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের নবীন শিক্ষার্থী সাহেদ আহমদ । অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন নবীন শিক্ষার্থী ফুয়াদ হাসান।