বিশ্বনাথ নিউজ২৪:: নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটের বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মিছিল সহকারে থানায় গিয়ে অবস্থান নেয়। পরে থানা প্রশাসন তাদের অভিযোগের ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) রুজু করে, শিক্ষার্থীদের নিরাপত্তা আশ্বাস দেয়ায় থানার প্রাঙ্গণ ত্যাগ করে তারা। ঘটনাটি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গত কয়েক দিন ধরে তারা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। মঙ্গলবার সকালে তারা প্রতিষ্ঠানে এসে প্রধান গেট তালাবদ্ধ দেখতে পায়। এরপর মিছিলসহ তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে তাদের দাবি জানায় এবং পরে থানায় চলে আসে।
আরও পড়ুন ::: বিশ্বনাথে ৫টি দাবিতে শিক্ষার্থীদের মানব’বন্ধন
শিক্ষার্থীরা অভিযোগ করে যে, তাদের আন্দোলনের কারণে অধ্যক্ষ সমর্থকদের পক্ষের লোকজন তাদের অভিভাবকদের হুমকি দিচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এবিষয়ে জানতে চাইলে থানার ওসি তদন্ত আব্দুস রব জানান, শিক্ষার্থীরা এসেছে, তাদের জিডি আমরা নিয়েছি। পুলিশ শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।