Search
Close this search box.

দুবাইয়ে কারাগারে থাকা ৫৭ বাংলাদেশি পেল রাষ্ট্রীয় ক্ষমা

৫৭ বাংলাদেশি পেল রাষ্ট্রীয় ক্ষমা
দুবাইয়ে ৫৭ বাংলাদেশি পেল রাষ্ট্রীয় ক্ষমা । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানো হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদকদের একটি বৈঠকে এ তথ্য জানান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে, দুবাইয়ে বিক্ষোভের দায়ে ৫৭ জন বাংলাদেশি দীর্ঘ মেয়াদে কারাদণ্ডসহ যাবজ্জীবনের সাজা পেয়েছিলেন।

কোটা আন্দোলন চলাকালে এর সমর্থনে আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

আরও পড়ুন :: সেপ্টেম্বরে দেশের কিছু অঞ্চলে বন্যার পূর্বাভাস

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। দেশটি সবসময় বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে। ওই বিক্ষোভের জন্য দাঙ্গায় উসকানি ও জমায়েতের অভিযোগে মামলা করা হয়।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম এ তথ্য মতে, মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাদণ্ড ভোগের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত