জাতীয় ডেস্ক:: পানি বাড়ার কারণে আজ রাত ১০টায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের। এতে ভাটি অঞ্চলে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে তিনি জানান, কাপ্তাই লেকে পানির স্তর ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পৌঁছালে বিপৎসীমার পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার বিকেল ২টা পর্যন্ত পানির স্তর ১০৭.৬৩ ফুটে পৌঁছেছে। সন্ধ্যার মধ্যে পানির স্তর ১০৮ ফুটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এই অবস্থায় গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।
আরও পড়ুন :: বন্যায় ১১ জেলায় ১৮ জনের মৃত্যু, ৯ লাখেরও বেশি মানুষ পানি’বন্দি
সম্প্রতি ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে করে হ্রদের সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করলে আরও ক্ষতি হতে পারে।
এছাড়া, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।