Search
Close this search box.

ভারতের ত্রিপুরায় বন্যায় ১৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক

১৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক
ভারতের ত্রিপুরায় বন্যার পরিস্থিতি । ছবি : সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

আন্তরজাতিক ডেস্ক:: ভারতের ত্রিপুরায় বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখেরও বেশি মানুষ। ৮টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রায় ৬৫ হাজার ৪০০ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার থেকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চারটি টিম ১২০ জন কর্মী নিয়ে দুটি হেলিকপ্টারের মা‌ধ‌্যমে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। তবে দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা এবং টানা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন :: hবাঁধ খু’লে দেওয়ার প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা

গোমতি, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরার অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানে ৪৫০টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। দক্ষিণ ত্রিপুরায় ভূমিধসের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২,০৩২টি স্থানে ভূমিধস হয়েছে এবং নদী ভাঙনের ঘটনা ১,৯৫২টি স্থানে ঘটেছে । বন্যার পানিতে ডুবে গেছে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর ফসলি জমি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত