Search
Close this search box.

এইচএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

পরীক্ষা বাতিলের বিষয়ে
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (২১ আগষ্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি। টেস্ট ও প্রি-টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হবে।’

তিনি এইচএসসি ও সমমান পরীক্ষার নম্বর বণ্টন সম্পর্কে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। গতকালের ঘটনার পর আমি এখনও চিন্তা করার সুযোগ পাইনি।’

পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, ‘এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ’এ বিষয়টি এখনো আমার মাথায় আসেনি। পরে এ বিষয়ে জানানো হবে।’

আরও পড়ুন :: আন্দোলনের চাপে এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের সিদ্ধান্ত পরে

উপদেষ্টা আরও জানান, ‘পরীক্ষা দিয়ে শিক্ষাক্রম মূল্যায়নের ব্যবস্থা করা হবে। ২০২১ সালের পূর্বের বইগুলো ছাপানো হবে, কিছু টেক্সট পরিবর্তন করা হবে এবং ১ জানুয়ারির মধ্যে বই বিতরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে ২০২৪ সালের স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত