জাতীয় ডেস্ক:: দেশের সবচেয়ে বড় বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায়, আপাতত নতুন বোর্ডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট সব শেয়ার সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে। যদি এস আলম সব দায় পরিশোধ করে, তবে তাদের শেয়ার ফেরত দেওয়া হবে, অন্যথায় সংশোধনী করা হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ শেয়ার কিনে পুনরায় পরিচালকের পদে ফিরতে পারবেন।’
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানা যায়, ইসলামী ব্যাংকের প্রায় ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের দখলে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন পরিচালনা পর্ষদে অধিকাংশ স্বতন্ত্র পরিচালক থাকতে পারে।
ইসলামী ব্যাংক শুধু ঋণ জালিয়াতি বা নিয়োগ পদোন্নতিতে অনিয়মের অভিযোগেই সীমাবদ্ধ নয়। ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একটি ব্যাংকে একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী সর্বাধিক ১০ শতাংশ শেয়ারের মালিকানা রাখতে পারে। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নাম পরিবর্তন করে ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫টি শেয়ার দখল করেছে, যা মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ।
ব্যাংকটির চেয়ারম্যান আহসানুল আলমের মালিকানাধীন জেএমসি বিল্ডার্সের নামে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮১২টি শেয়ার রয়েছে, যা মোট শেয়ারের ২ দশমিক ০১ শতাংশ। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিটিএ ফাইন্যান্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, এবিসি ভেঞ্চারস, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, প্ল্যাটিনাম এনডেভার্স, এক্সেলশিয়ার ইমপেক্স, গ্র্যান্ড বিজনেস, লায়ন হেড বিজনেস রিসোর্সেস, বিএলইউ ইন্টারন্যাশনাল, আর্মদা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভার্স, ইউনিগ্লোব বিজনেস, সোলিভ ইন্স্যুরেন্স, হলিস্টিক ইন্টারন্যাশনাল, হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজ, ক্যারেলিনা বিজনেস, ব্রিলিয়ান্ট বিজনেস, ব্রডওয়ে ইম্পেক্স, পিকস বিজনেস, এভারগ্রিন শিপিং, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল, কিংস্টোন ফ্লাওয়ার মিলস এবং পারসেপ্টা এনডেভার্সের নামে ২ থেকে ৫ শতাংশ শেয়ার রয়েছে।









