Search
Close this search box.

বিশ্বনাথে এলাকারবাসীর সাথে এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের মতবিনিময়

এলাকারবাসীর সাথে মাদ্রাসার অধ্যক্ষের মতবিনিময়
এলাকারবাসীর সাথে এলাহাবাদ মাদ্রাসার অধ্যক্ষের মতবিনিময়
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রাজাগঞ্জ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

সালিশ ব্যক্তিত্ব মাস্টার মো. নজমুল হক সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মাস-উদ-হাসানের পরিচালনায় সভায় অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন তার বক্তব্যে বলেন, ‘আপনারা যানেন তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণের জায়গা নিয়ে একটি মহলের সঙ্গে আমার মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিগত পাঁচ বছর ধরে ওই মহল নানা অভিযোগ তুলে আমাকে হয়রানি করে আসছে এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি গঠনেও বারবার বাধা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি হাইকোর্ট আমার বকেয়া বেতন সহ ভাতা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র আদালত এবং বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েই তারা ক্ষান্ত হয়নি, বরং সময় সময় দল বেধে মাদ্রাসায় এসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে।’

অধ্যক্ষ বলেন, ‘মাদ্রাসায় নতুন করে অপরিচিত লোকজনের মহড়া শুরু হয়েছে, যা আমাকে উদ্বিগ্ন করে। প্রায় ত্রিশ বছর ধরে শিক্ষকতা করার পর, আমি চিন্তিত যখন দেখি আমাদের মাদ্রাসায় আসা অপরিচিত মানুষরা মহড়া এবং স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আমি আজ এখানে এসেছি আপনাদের জানাতে যে, মাদ্রাসার ক্যাম্পাস অর্থাৎ আপনার সন্তানদের জন্য নিরাপদ কিনা তা নিয়ে আমি শংকিত।’

তিনি আরও বলেন, ‘সেদিন আমার ছাত্ররা এবং কিছু অপরিচিত যুবক মুখোমুখি অবস্থানে ছিল। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো। এমন অবস্থা আর কখনো হবে কি না, তা আমি নিশ্চিত নয়। আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত মাদ্রাসার পরিবেশ কোন পরিস্থিতির উপর আছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মাদ্রাসা পরিচালনায় আমি আপনাদের সবার পরামর্শ ও সহযোগিতা চাই এবং মাদ্রাসার ছাত্র-শিক্ষকের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে আপনাদের অংশগ্রহণ কামনা করছি।’

সভায় বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার সিরাজ উদ্দিন আহমদ,আমির উদ্দিন, শালিশ ব্যক্তিত্ব আবুল হোসেন, আব্দুল মতিন, লুৎফুর রহমান, যুব সমাজের পক্ষ থেকে মো. গোলাম মোস্তফা, মাওলানা মিজানুর রহমান, এবং রাসেল মাহমুদ।

আরও পড়ুন :: তেলিকোনা মাদ্রাসার অধ্যক্ষকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদ্রাসার চলমান পরিস্থিতি সমাধানে বক্তারা ৬টি দাবি উত্থাপন করেন। যার মধ্যে মাদ্রাসার বিষয়ে যেকোনো বহিরাগতদের হস্তক্ষেপ কঠোরভাবে বন্ধ করতে হবে এবং এলাকাবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলীর এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতাদের বিষয়ে নিশ্চিতকরণ এবং তাদের আইনসিদ্ধ মূল্যায়ন করতে হবে। মাদ্রাসার বিষয়ে সঠিক সংবাদ প্রচার এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।

এই দাবিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে সভায় উপস্থিতদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন – মাস্টার নজমুল হক, এটিএম নুর উদ্দিন, তালুকদার মো. গিয়াস উদ্দিন, হাজী আবুল হোসেন, ওয়াহাব উল্লাহ, সিরাজ উদ্দিন আহমদ, আমির উদ্দিন, তৈমুছ আলী, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, ইশাদ আলী, আমিনুর রহমান, মাসুক মিয়া, এবং জিয়াউর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত