Search
Close this search box.

বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যা ও দোকা’ন-বাড়ি পুড়িয়ে দেওয়ার হুম’কি : থানায় জিডি

বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যার হুমকি
বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যার হুমকি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও তেলিকোনা গ্রামের বাসিন্দা ফারুক আহম্মেদকে হত্যার হুমকি এবং তার দোকান-বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নং ৪২৩ (তারিখ ১৮.০৮.২৪ইং)।

ফারুক আহম্মেদ তার দায়ের করা জিডিতে উল্লেখ করেছেন, তিনি পেশায় ব্যবসায়ী এবং রাজাগঞ্জ বাজারে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। গত ১৮ আগস্ট দুপুর ১:৪৫ মিনিটের দিকে তেলিকোনা গ্রামস্থ ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র অধ্যক্ষ আবু তাহির মোঃ হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা পরিবার বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ফারুক আহম্মেদ তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। বিক্ষোভের কথা শুনে তা শান্ত করার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজনকে নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। পথে বিকেল ২:১০ মিনিটে কোন কারণ ছাড়াই গিয়াস উদ্দিন (৪৩) নামের একজন ব্যক্তি তাকে আঘাতের উদ্দেশ্যে তেড়ে আসেন। ফারুক আহম্মেদের সাথে থাকা লোকজন গিয়াস উদ্দিনকে নিবৃত করেন। তবে এসময় গিয়াস উদ্দিন তাকে (ফারুক) প্রাণনাশের হুমকি দেন এবং প্রকাশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুন : তেলিকোনা মাদ্রাসার অধ্যক্ষকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গিয়াস উদ্দিন তার অনুসারীদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন যে, তারা যেখানেই ফারুক আহম্মেদকে পাবেন, সেখানে তাকে হত্যা করতে হবে। এই পরিস্থিতিতে ফারুক আহম্মেদ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনের সাহায্য নিয়েছেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জিডি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত