Search
Close this search box.

হত্যা মামলায় দীপু মনি ৪ দিন, জয় ৫ দিনের রি’মান্ডে

হত্যা মামলায় দীপু মনি ৪ দিন, জয় ৫ দিনের রি’মান্ডে
ডা. দীপু মনি এবং আরিফ খান জয়
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুদি দোকানদার আবু সায়েদ হত্যার মামলায় ডা. দীপু মনিকে চার দিনের এবং আরিফ খান জয়কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আরও পড়ুন ::: সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা ভিকটিমের হত্যার বিষয়ে জ্ঞাত এবং হত্যায় হুকুমদাতা ও উসকানিদাতা হিসেবে তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্য উদঘাটন ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের শনাক্ত করার জন্য রিমান্ড প্রয়োজন।

সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে ডা. দীপু মনিকে এবং ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। এরপর তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত