Search
Close this search box.

বিশ্বনাথে ব্যবসায়ী লিলু হত্যার বিচার দাবিতে মানব’বন্ধন

লিলু হত্যার বিচার দাবিতে
লিলু হত্যার বিচার দাবিতে মানববন্ধনে অংশ গ্রহনকারী বণিক সমিতি ও স্থানীয় জনতা
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারে ফার্নিচার ব্যবসায়ী ও বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ মনিরুজ্জামান লিলু হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বৈরাগীবাজারে এই মানববন্ধনের আয়োজন করে বৈরাগীবাজার বণিক সমিতি। আয়োজিত মানববন্ধনে স্থানীয় নওধার গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় হাজারও মানুষ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

বৈরাগীবাজার বণিক সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও জাতীয় পার্টির নেতা ফিরোজ আলীর পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন মাষ্টার, সমাজকর্মী আনিসুজ্জামান খান, সৈয়দ লোকমান হোসেন, আব্দুর রশিদ ইউসুফ, অরবিন্দু দাশ, আয়াজ আলী মেম্বার, আফিজ আলী মেম্বার, গোলাম হোসেন মেম্বার, শরিফ উদ্দিন মাষ্টার, হাফিজ ছাদ উদ্দিন মাষ্টার, আজাদ নুর, আলিম উদ্দিন মাষ্টার, ইসলাম উদ্দিন, আব্দুল গণি, আবুল কাহার, সৈয়দ আশরাফ ও আমিনুর রহমান।

আরও পড়ুন :: বিশ্বনাথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মা’ম’লা

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মনিরুজ্জামান লিলু। এ ঘটনায় ১৬ আগস্ট তার স্ত্রী তাছলিমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত