Search
Close this search box.

বিশ্বনাথের আল-হেরা শপিং সিটিতে হামলা-ভাঙচুর : ৮৩ জনের বিরুদ্ধে মামলা

শপিং সিটিতে হামলা-ভাঙচুর
আল-হেরা শপিং সিটিতে ভাঙচুরের পরের দৃশ্য
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের আল-হেরা শপিং সিটিতে গত ৪ আগস্ট হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮৩ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান রবিবার (১৮ আগস্ট) মামলাটি দায়ের করেন। যার নং ১০ । মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযুক্তরা হলেন জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম আহমদ, মোল্লারগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফজর আলী, শাহজিরগাঁও গ্রামের মৃত আরজান আলীর ছেলে রফিক আলী, চান্দশীরকাপন গ্রামের সুনু মিয়ার ছেলে ছুরত আলী বাবুল, জানাইয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে রিপন আহমদ, পূর্ব চান্দশীরকাপন গ্রামের রিয়াজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম সিরাজ, সেনারগাঁও গ্রামের মৃত ইককন্দর আলীর ছেলে আশিক আলী, চৌধুরীগাঁও গ্রামের ছোরাব আলীর ছেলে রাজু আহমদ খান, শাহজিরগাঁও (দূর্গাপুর-কারিকোনা) গ্রামের আবদুল মতিনের ছেলে ফারাবি ইমন ইসলাম, শাহজিরগাঁও গ্রামের গৌছ মিয়ার ছেলে আবদুল হক, শরিষপুর গ্রামের মৃত জয়দু মিয়ার ছেলে রফিক আলী, শাহজিরগাঁও গ্রামের সোনাফর আলীর ছেলে ফয়জুল ইসলাম জয়, জানাইয়া গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে আবুল হোসেন, একই গ্রামের মৃত মবশ্বির আলীর ছেলে আজব আলী, জাহারগাঁও গ্রামের ওয়ারিছ খানের ছেলে রুহেল খান, জানাইয়া গ্রামের আবদুল খালিক মিয়ার ছেলে সুজেল আহমদ, বাইশঘর গ্রামের তজম্মুল আলীর ছেলে মো. জহির, জানাইয়া গ্রামের মারফত আলীর ছেলে আহমদ আলী, একই গ্রামের জুনাই, আবদুল মালিকের ছেলে রাজন মিয়া, কাশিমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল হাকিম, জানাইয়া গ্রামের মারফত আলীর ছেলে সমর আলী, একই গ্রামের সমুজ আলীর ছেলে নাসির মিয়া, তেলিকোনা গ্রামের হাজী নুরুল হোসেনের ছেলে মুহিবুর রহমান সুইট, বিলপার গ্রামের আবদুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন আহমদ, জানাইয়া গ্রামের ছাত্তার মিয়ার ছেলে নাসির আহমদ রাজ, মুফতিরগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে জাকির হোসেন মামুন, বিশ্বনাথ পুরানবাজারের রতন মিয়ার ছেলে ফয়ছল মিয়া, জানাইয়া গ্রামের সফিক মিয়ার ছেলে কামরান আহমদ, একই গ্রামের মানিক মিয়ার ছেলে জুবেদ আহমদ আসলাম, ময়না মিয়ার ছেলে নয়ন মিয়া, বিশ্বনাথ পুরানবাজারের শামীম আহমদের ছেলে আল-আমিন, সরুয়ালা গ্রামের আজিজুলের ছেলে নাহিদ আহমদ, গোয়াহরি গ্রামের নেছার আলীর ছেলে এনামুল হক সম্রাট, হাবড়া গ্রামের আজফর আলীর ছেলে জিল্লুর রহমান, কামালপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হিমেল, শাহজিরগাঁও গ্রামের মামুনের ছেলে শেখ সাদ্দাম, মোহাম্মদপুর গ্রামের সিরাজ আলীর ছেলে রাজন আলী, কাশিমপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে এনামুল ইসলাম, মোল্লারগাঁও গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে উজ্জ্বল আহমদ, ইলামেরগাঁও গ্রামের সিরাজ আলীর ছেলে ইব্রাহিম আলী, সেনারগাঁও গ্রামের সাজই মিয়ার ছেলে সাদিক আহমদ, জানাইয়া গ্রামের চান্দ আলীর ছেলে জামাল আহমদ, চৌধুরীগাঁও গ্রামের ছোরাব আলী, শাহজিরগাঁও (দূর্গাপুর-কারিকোনা) গ্রামের মছদ্দর আলীর ছেলে আবদুল মতিন, চৌধুরীগাঁও গ্রামের মৃত মরম আলীর ছেলে আবুল কাহার, দোহাল গ্রামের মজিদ মিয়ার ছেলে হোসাইন আহমদ, পাড়ুয়া গ্রামের আবদুল হামিদের ছেলে সাইফুল ইসলাম, পূর্ব চান্দশীর কাপন গ্রামের তবারক আলীর ছেলে সিরাজুল ইসলাম রুকন, জানাইয়া গ্রামের মৃত সমর আলীর ছেলে কয়েস আহমদ, একই গ্রামের আবদুল হকের ছেলে ইসলাম আহমদ, আবদুল ছাত্তারের ছেলে দিলোয়ার ফয়ছল, আলাল মিয়ার ছেলে সুহেদ আহমদ, আকরম আলীর ছেলে জয়নাল, শ্রীধরপুর গ্রামের রোকন আলীর ছেলে আবদুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে রেজা মিয়া, জানাইয়া গ্রামের মবশ্বির আলীর ছেলে সুন্দর আলী, গন্ধারকাপন গ্রামের নেপুর আলীর ছেলে বাবুল মিয়া, জানাইয়া গ্রামের আবদুল ছাত্তারের ছেলে সেবুল মিয়া, একই গ্রামের বাছার ছেলে খোকন মিয়া, মাসুক মিয়ার ছেলে সালমান, বিশ্বনাথ নতুুুনবাজারের হেলাল আহমদ, জানাইয়া গ্রামের সমুজ আলীর ছেলে আবুল মিয়া, একই গ্রামের মৃত আমির আলীর ছেলে মৌরশ আলী, মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে রাজন আহমদ অপু, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাসেল আলী, ধীতপুর গ্রামের আকরম আলীর ছেলে ফারুক মিয়া, কালিগঞ্জবাজারের রুকন আলীর ছেলে মাসুম আহমদ, সেনারগাঁও গ্রামের জয়নাল আহমদ, রাজনগর গ্রামের জমির মিয়ার ছেলে আবিদুর রহমান, গন্ধারকাপন গ্রামের কামরান আহমদ, বিশ্বনাথ টিএনটি রোডের শেখ জামালের ছেলে শেখ জামিল, চৌধুরীগাঁও গ্রামের তজম্মুল আলীর ছেলে জহির আহমদ, বিশ্বনাথ নতুনবাজারের তোবারক আলীর ছেলে আবদুর রহমান, একই এলাকার হাবিবুর রহমান হাবিব, চান্দভরাং গ্রামের দবির মিয়ার ছেলে লোকমান মিয়া, সাবসেন গ্রামের মাহমদ আলীর ছেলে মাসুক মিয়া, শরিষপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাসুম, বড় খুরমা গ্রামের আলমাস আলীর ছেলে রেহান মিয়া, একই গ্রামের জহুর আলীর ছেলে রুকন নিয়াজি, দশপাইকা-ধনপুর গ্রামের ওয়াহাব আলী, শাহজিরগাঁও গ্রামের সুন্দর আলীর ছেলে ফয়ছল ও বিশ্বনাথবাজারের মৃত তুতু মিয়ার ছেলে রুপা মিয়া।

আরও পড়ুন :: তেলিকোনা মাদ্রাসার অধ্যক্ষকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মা’মালার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ঘটনার দিন ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা বেআইনিভাবে মিলিত হয়ে লাঠি-সোটা, রড, রামদা, হকিস্টিকসহ অন্যান্য অস্ত্র নিয়ে আল-হেরা শপিং সিটির সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে মার্কেটের সামনের গ্লাস ভাঙচুর করে। মার্কেটের ব্যবসায়ীরা বাঁধা দিলে অভিযুক্তরা জোরপূর্বক তান্দুরী রেস্টুরেন্টে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিচালক সফিউল ইসলাম মামুনকে মারধর করে ক্যাশে থাকা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এছাড়া, মার্কেট পরিচালনা কমিটির অফিস ভাঙচুর করে এবং অফিসের ক্যাশ থাকা জুলাই-২৪ মাসের বিভিন্ন দোকানের ভাড়া, ইলেকট্রিক বিল, জেনারেটর বিল বাবদ উত্তেলিত নগদ প্রায় ১৪ লাখ ৩৮ হাজার টাকা এবং মূল্যবান দলিলপত্র লুট করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কেটে আব্দুস সামাদের মালিকানাধীন এস এম সুজে হামলা করে নগদ ৭০ হাজার টাকা এবং আলী আহমেদের মালিকানাধীন জুয়েল মোবাইলে ভাঙচুর করে ক্যাশে থাকা নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও বিভিন্ন ব্যান্ডের দামি মোবাইল সেট যাহার বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা লুটসহ মার্কেটের বিভিন্ন দোকান ভাঙচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ রয়েছে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত