Search
Close this search box.

শেখ হাসিনার শা’সনে দেশের সব প্রতিষ্ঠান বিপর্যস্ত : ড. ইউনূস

Ayas-ali-Advertise
দেশের সব প্রতিষ্ঠান বিপর্যস্ত
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস । ছবি : সংগৃহীত
দেশের সব প্রতিষ্ঠান বিপর্যস্ত
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস । ছবি : সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

জাতীয় ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে,।

রবিবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার প্রধানদের ব্রিফকালে ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানে দলীয়করণ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন।,

আরও পড়ুন ::; হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মা’ম’লা

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংকটময় সময়ের মধ্যে আমাদের পাশে থাকার জন্য বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞ। আমরা এখন একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন।,

ড. ইউনূস আরও বলেন, ‘আমি তরুণদের সম্মান জানাই যারা গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন। দেশটিতে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে এবং পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠছে এবং রাজনৈতিক প্রভাবে ব্যাংক লুটপাট হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪