Search
Close this search box.

বিশ্বনাথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মা’ম’লা

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায়
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী তাসলিমা বেগম। মামলার নাম্বার ৯।

এদিকে, আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসামানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী। তবে, এখনো আলোচিত এই হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়নি।

আরও পড়ুন :: বিশ্বনাথে দূর্বত্তদের চুরিকাঘাতে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

উল্লেখ্য, গত বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত প্রায় ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (পূর্বপাড়া) গ্রামের জামে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ওই গ্রামেরই মৃত আরজু মিয়ার ছেলে ও স্থানীয় বৈরাগী বাজারের ফার্ণিচার ব্যবসায়ী মনিরুজ্জামান লিলুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলুকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত