জাতীয় ডেস্ক:: ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যাওয়া ভয়াবহ ট্র্যাজেডির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ অন্যান্যদের বিচার দাবি করেছেন নিহতদের পরিবার।
শনিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহে নিহত সব সেনা ও সিভিলিয়ান পরিবারের সদস্যরা তিনটি দাবি উত্থাপন করেন।
আরও পড়ুন :: গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
নিহতদের স্বজনদের দাবি, ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা ও ১৭ জন সিভিলিয়ানদের হত্যায় সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা, ফজলে নূর তাপসসহ আরও অনেকে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, স্বৈরাচারী শাসনের পতনের মাধ্যমে যে মুক্ত বাকস্বাধীনতা এসেছে, সেই আলোকে শহীদ সেনাদের নামে চলমান অপপ্রচার বন্ধ করে সঠিক ইতিহাস প্রচার করা উচিত।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন সিভিলিয়ানসহ মোট ৭৪ জন নিহত হন।