বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ থানায় ৫ আগস্ট লুট হওয়া ৬টি অস্ত্রের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে, তবে বাকি ৩টি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার পুকুর থেকে একটি চায়না রাইফেল এবং সেনাবাহিনীর সহায়তায় দুটি শটগান উদ্ধার করা হয়েছে । তবে এখনও একটি নাইন এমএম পিস্তল, একটি শটগান, একটি গ্যাস গান এবং ২০০ থেকে ২৫০ রাউন্ড গুলি উদ্ধার হয়নি।
আরও পড়ুন :: পুলিশ শুণ্য হওয়ায় বিশ্বনাথ থানায় এখন এক ভূতুড়ে পরিবেশ – উদ্বেগ ও উৎকন্টা সর্বত্র
৩টি অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী এবং থানার এসআই ও মিডিয়া অফিসার জয়ন্ত সরকার জানান, লুট হওয়া ৬টি অস্ত্রের মধ্যে ৩টি সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বাকি ৩টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য থানা পুলিশের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।