Search
Close this search box.

শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানালেন সারজিস

শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের ট্রাফিক দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সারজিস আলম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবারের ঘটনার প্রসঙ্গে, ১৫ আগস্ট উপলক্ষে কেউ ধানমন্ডিতে ফুল দিতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাতে বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় যেভাবে অপমানজনকভাবে কান ধরে ওঠবস করিয়েছিল, তা কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন : গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

সারজিস আলম বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলা করার অধিকার কারো নেই। তাই যদি সমন্বয়ক বা অন্য কেউ এতে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সময় তিনি অভিযোগ করেন যে, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত