Search
Close this search box.

বিশ্বনাথ থানা পরিদর্শন করলেন ডিআইজি ও পুলিশ সুপার

থানা পরিদর্শন করলেন ডিআইজি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্বনাথ থানা পরিদর্শনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ অফিসের পুলিশ সুপার জেদান আল-মুসা ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, সিলেট রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন করেছেন। দুর্বৃত্তের দেয়া আগুণে পুড়ে যাওয়া মোটর সাইকেল, গাড়ী ভাংচুর’সহ থানার বিভিন্ন কার্যালয় ঘুরে দেখেছেন তারা।

আরও পড়ুন :: বিশ্বনাথ থানায় পুলিশি কার্যক্রম শুরু: সীমিত পরিসরে চলছে কার্যক্রম

এদিকে থানা পরিদর্শন শেষে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন, প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথের জনগণকে জরুরী অনলাইন সেবা দেয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে থানার কম্পিউটার, গাড়ী মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আর লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এখনও জমা দেয়া হয়নি। অস্ত্রগুলো দ্রুত সময়ের মধ্যে জমা দেয়ার জন্য সকলের প্রতি আহবান করেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত