বিশ্বনাথনিউজ২৪:: ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বিশ্বনাথ বাসিয়া সেতুর উপর শান্তি ও সম্প্রীতির জন্য মানববন্ধন আয়োজন করে।
পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনায়েম খান’র সভাপতিত্বে এবং কো অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র ও জনতার ঐতিহাসিক বিজয়ের পর বিশ্বনাথে পিএফজি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এবং রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত সহিংসতা রোধে শান্তি বজায় রাখার আহ্বান জানায়।
আরও পড়ুন ::: ওসির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখা’র সৌজন্য সাক্ষাৎ
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলার সদস্য আবুল বশর মো. ফারুক, তরিকুল ইসলাম, হোসাইন আহমদ শাহীন, মোহাম্মদ কাওছার খান, আশিকুর রহমান রানা, আশিক আলী, পিএফজির একাউন্টস অফিসার কুদরত পাশা, সংগঠক গনি শাহ, নুরুজ্জামান, কিনু মিয়া, শাহ টিপু, মছব্বির প্রমুখ।