জাতীয় ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি পরিবার, যেখানে বিভেদ বা বৈষম্যের কোনো স্থান নেই।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আইন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। তিনি আরও বলেন, ধৈর্য ধরুন, সাহায্য করুন, তারপর দেখুন আমরা কী করতে পেরেছি এবং কী পারিনি। তারপর বিচার করবেন এবং মতামত দেবেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমি অনুরোধ করব, কোনো গোষ্ঠীগত বিভাজনে জড়াবেন না। বিভাজন কেবল সংঘর্ষের কারণ হয়। আমাদের একত্রিত হয়ে একটি ন্যায়সংগত সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সবার অধিকার সমান।
আরও পড়ুন:: পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দেওয়া উচিত হয়নি – স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে আমাদের জাতিগত বা ধর্মীয় পরিচয় নয়, বরং মানুষের অধিকারগুলোই প্রধান। আমাদের প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো সমস্যাগ্রস্ত হয়েছে, তাই সেগুলো পুনর্গঠন করা জরুরি।
তিনি আরও বলেন, পুরোনো রাজনৈতিক খেলায় ফিরে গেলে সুবিধাবাদীরা সুযোগ নেবে। তাই আমাদের সাংবিধানিক অধিকারগুলো প্রতিষ্ঠার দাবিতে একত্রিত হতে হবে। সব সরকারের কাছে এটাই আমাদের একমাত্র দাবি হওয়া উচিত।
সুত্র : বিডি প্রতদিন