অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় খোলার সময়সীমা আলোচনা করে নির্ধারণ করা হবে। সোমবার (১২ আগষ্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের জন্য বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা একটি দেশের জন্য ভিত্তি স্বরূপ। আমাদের দেশে এটি যেভাবে গুরুত্ব পাওয়া উচিত, তা পায়নি। এ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব।’
আরও পড়ুন :: ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য দুবাইতে আইনজীবী নি’য়ো’গ
তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে, তবে মানোন্নয়ন প্রয়োজন। মানবসম্পদ উন্নত করতে চাই। প্রাথমিক বিদ্যালয় খোলার সময় অভিভাবকদের উদ্বেগ ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তথ্য সুত্র : বিডি প্রতিদিন