Search
Close this search box.

বিশ্বনাথ থানায় পুলিশি কার্যক্রম শুরু: সীমিত পরিসরে চলছে কার্যক্রম

থানায় পুলিশি কার্যক্রম শুরু
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: আজ রবিবার (১১ আগষ্ট) দুপুর ২টা থেকে সিলেটের বিশ্বনাথ থানায় পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী জানান, আজ থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। তবে পুরোপুরি কার্যক্রম চালু হতে কিছু সময় লাগবে।

রবিবার (১১ আগস্ট) মিডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সীমিত পরিসরে কাজ শুরু করেছি, তবে এখনও অনেক ফোর্স যোগ দেয়নি। তারা শিগগিরই আসবে এবং সব ফোর্স আসার পর আমরা পূর্ণ কার্যক্রম শুরু করতে পারব।

আরও সংবাদ : পুলিশ শুণ্য হওয়ায় বিশ্বনাথ থানায় এখন এক ভূতুড়ে  পরিবেশ – উদ্বেগ ও  উৎকন্টা সর্বত্র 

ওসি রমাপ্রসাদ চক্রবর্তী আরও জানান, থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সবকিছু পুনরায় সংগঠিত করতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে চলতি মাসের ৫ আগস্ট সিলেটের বিশ্বনাথ থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।  এ কারণে প্রাণ বাঁচাতে নিরাপদ দূরত্বে চলে যায় বিশ্বনাথের প্রায় অর্ধশতাধিক পুলিশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত