বিশ্বনাথ নিউজ২৪::: ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক বহিরাগত ব্যক্তিরা জোরপূর্বক ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দেওয়া হলে অফিসারদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ব্যাংকের গুদাম প্রহরী শফিউল্লাহ সরদার, এবং কর্মকর্তা মামুন, আবদুর রহমান ও বাকি বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ব্যাংক কর্মকর্তারা জামানত ছাড়া ঋণ কেলেঙ্কারি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এরপর হঠাৎ শতাধিক বহিরাগত অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। বাধা দেওয়া হলে তারা গুলি চালায়, এতে পাঁচ কর্মকর্তা আহত হন, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এর আগে, মঙ্গলবার সরকার পতনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই বেসরকারি ইসলামী ব্যাংকগুলোতে বিশৃঙ্খলা শুরু হয়। ওই দিন রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে ভাঙচুর চালানো হয়, এবং মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করা হয়।
সুত্র : বিডি প্রতিদিন