Search
Close this search box.

বিশ্বনাথে মুখে রড ঢুকিয়ে শিশু হত্যা – স্থানীয়দের হাতে খুনি আটক

স্থানীদের হাতে খুনি আটক
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে ঘুমের মধ্যে ডাকাডাকি করায় বিরক্ত হয়ে মুখে রড ঢুকিয়ে তামিম আহমদ নামে সাত বছরের এক শিশুকে হত্যা করে মাদক সেবী এক যুবক। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় সে। পরে শনিবার (১০ আগস্ট) সকালে স্থানীয়রা এ যুবককে আটক করে পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনিতে ঘটে। খুন হওয়া তামিম কালীগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

হত্যাকারী মাদক সেবী নাইম আহমদ (২২) নেত্রকোনার মদন উপজেলার বড়হাটি গ্রামের আব্দুস সত্তারের ছেলে।

খুন হওয়া তামিম ও অভিযুক্ত নাইমের পরিবার একই কলোনিতে বসবাস করতেন। শনিবার (১০ আগস্ট) ভোরে স্থানীয়রা খুনি নাইমকে খুঁজে বের করে আটক করে। পরে সকাল ৮টায় তাকে নিয়ে পাশের পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত নাইম জানায়, ড্যান্ডি সেবন করে সে বাসায় ঘুমাচ্ছিল। শিশু তামিম বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় সে কি করেছে আর বলতে পারেনি।

এদিকে পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা । মারা যাওয়া তামিমের লাশ ও খুনি নাইম কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত