জাতীয় ডেস্ক :: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে খুব কম সময়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, সেই প্রত্যাশা করছে ভারত।
বৃহস্পতিবার রাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে খুব কম সময়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু স’ম্প্র’দা’য়ে’র নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আ’ম’রা (ভারত) প্রত্যাশা করছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘শান্তি, নিরাপত্তা ও উ’ন্ন’য়’নে’র জন্য আমাদের উভয় দেশের জনগণের অ’ভি’ন্ন আশা–আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্র’তি’শ্রু’তি’ব’দ্ধ রয়েছে।’