নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে কলেজ পড়ুয়া একদল ছাত্র । রেসকিউ লাইফ ফাউন্ডেশন এর ব্যানারে সংগঠনের সভাপতি আব্দুন নুর তুষার , সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির এর নেতৃত্বে এই সংগঠন সহ প্রায় ৩৩ জন ছাত্র গতকাল বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিশ্বনাথ উপজেলা সদর পৌর এলাকার সব কয়টা গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা পরিস্কার করে।
এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি নজির আহমদ,সহ-সভাপতি নাহিদ আহমেদ সুয়েব,শেখ আব্দুস সামাদ,যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র দেব শুভ, জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহি আহমেদ, সহ- সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক অমিত কুমার সাল,রক্ত বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক অভিজিৎ পাল, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিফাত আল রাফি, নির্বাহী সদস্য মোঃ আল আমিন, অত্র সংগঠনের লামাকাজী শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ চৌঃ,সিনিয়র সদস্য সোলেমান রাকিব, সদস্য খলিলুর রহমান, সোয়াইব, নাহিদ, নুর উদ্দিন, আল হাদী, মামুন, তাহের, মাহিন, নাজমুল, এনাম, রোভার স্কাউট সদস্য মিজানুর রহমান, সংগঠক ফয়ছল।
এছাড়া রেসকিউ লাইফ ফাউন্ডেশনের এই কর্মসূচিতে যোগদান দেন বাহাড়া দুবাগ এলাকার আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক এনাম তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ অর্থ সম্পাদক আবিদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহবুব, সদস্য তারেক সহ প্রমুখ। ছাত্রদের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ।