নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সভা মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরোও গতিশীল করতে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম।
সভায় আগামী ২৭ জুলাই বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত’সহ প্রেসক্লাবের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।