বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যার্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবি রুহেল মিয়ার অর্থায়নে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার( ২৫ শে জুন) দিনব্যাপী এই চাল বিতরণ করা হয়।
সাবেক ইউপি সদস্য আবদুল মান্নানের সভাপতিত্বে সংগঠক দেলোয়ার হোসেন সজীব ও সৌরভ আহমদ লাকীর সঞ্চালনায় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, হাজী তৈমুছ আলী, হাজী সিরাজ খান, আশিক উদ্দিন, হাজী রইছ আলী, আবদুস ছাত্তার, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক মিয়া এরশাদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষদিকে মোনাজাত পরিচালনা করেন মোরা বাজার মসজিদের ইমাম বিলাল হোসেন।