Search
Close this search box.

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আজ সোমবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামদরচক গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন স্থানীয় সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

জানাযায় অংশ নেন সানোয়ার আলীর বেশ কয়েকজন সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।

গেল শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান সানোয়ার আলী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ