নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বিশ্বনাথে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ২২ জুন শনিবার দুপুরে লামাকাজী পয়েন্টে প্রায় দুইশতাদিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্যের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবু সন্দিপ কুমার সিংহ ,প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সদস্য মাওলানা মোসাদ্দিক হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আফজাল চমক আলী, হোসেন, জিশু আাচার্য্য, নেপাললালু মিয়া, শানুর মিয়া, দিলারা বেগম, আফতারুন নেছা, সিলেট জেলা যুবলীগ নেতা শ্রী অতুল দেব, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা জহির উদ্দিন, আকমল হোসাইন, মোহাম্মদ আলী প্রমূখ।