Search
Close this search box.

বিশ্বনাথে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বন্যার পানিতে ডুবে সাড়ে ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ওয়াহিদ মিয়া সে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (উত্তরপাড়া) গ্রামের দবির মিয়ার ছেলে। শনিবার (২২ জুন) দুুপুুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

শিশুর পিতা দবির মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি স্থানীয় বাজারে অবস্থান করছিলাম। দুপুুরে বসতঘরেই ঘুুমিয়েছিল ওয়াহিদ। এসময় আমার স্ত্রী সাংসারিক কাজে ঘরের বাহিরে ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনি ঘরে প্রবেশ করে দেখেন ওয়াহিদ বিছানায় নেই। এক পর্যায়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখেন। পরে, উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দবির মিয়া আরও বলেন , ‘আমরা ধারণা করছি, ঘুম থেকে উঠে হয়তো জানালা দিয়ে বন্যার পানিতে পড়ে গিয়েছিল ওয়াহিদ।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত