Search
Close this search box.

বিশ্বনাথে ‘নিখোঁজের’ একদিন পর পানিতে ভেসে উঠে যুবকের লাশ

ভেসে উঠে যুবকের লাশ
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ‘নিখোঁজের’ একদিন পর পানিতে ভেসে উঠে যুবকের লাশ। নিহত যুবকের নাম রেজাউল হক মোতাহির (১৭)। সে রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের মৃত: আলাউদ্দিনের পুত্র। রবিবার (১৬ জুন) সকালে ধলীপাড়া হাওর থেকে স্থানীয় লোকজন নিহতের লাশ উদ্ধার করেছেন বলে জানা যায় । 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টায় নিহত রেজাউল হক মোতাহির নৌকা নিয়ে মাছ ধরতে ধলীপাড়া হাওরে যায়। ওই দিন বিকেল পর্যন্ত সে বাড়ী ফিরেনি। অনেক খোঁজাখোঁজি করার পর রেজাউল হক মোতাহিরকে পাওয়া যায়নি। বিষয়টি নিহতের পরিবারের লোকজন থানায় অবগত করেন। আজ বরিবার  (১৬ জুন) ধলীপাড়া এলাকার লোকজন হাওরে গিয়ে রেজাউল হক মোতাহিরের লাশ পানিতে ভেসে উটতে দেখেন এবং লাশ উদ্ধার করেন।

এ বিষয় থানার এসআই ও মিডিয়া অফিসার জয়ন্ত সরকার জানান, ‘নিখোঁজ’ রেজাউল হক মোতাহির বজ্রপাতে নিহত হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত