বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে কুখ্যাত ডাকাত আসমান আলীকে গ্রেফতা করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে কালিগঞ্জবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আসমান আলী ছত্তিশ গ্রামের মৃত: রইছ আলীর পুত্র। তার নামে দস্যুতা, গৃহচুরি, হত্যা চেষ্ঠাসহ ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিডিয়া অফিসার জয়ন্ত সরকার জানান, আসমান ডাকাতের উপর বিশ্বনাথ থানায় ডাকাতি, দস্যুতা, গৃহচুরি, হত্যা চেষ্ঠাসহ ৫টি মামলা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় এসআই শেখ আজহারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাত আসমান আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে ডাকাত আসমান আলীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।