বিশ্বনাথনিউজ২৪:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের নতুন (২০২৪-২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ‘আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ জুন) বাদ আসর পৌর এলাকার পুরাণ বাজার এলাকাস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।