বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আলাউদ্দিন কাদের। ৩রা জুন নতুন কর্মস্থলে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ ব্যাচের মেধাবী কর্মকর্তা আলাউদ্দিন কাদের।
বিশ্বনাথে যোগদানের আগে তিনি মাগুরা জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন শাখায় দ্বায়িত্ব পালন করেন।. তিনি কক্সবাজার জেলার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা।
সহকারী কমিশনার হিসেবে বিগত কর্মস্থল সমুহে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ৪ঠা জুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিশ্বনাথ উপজেলায় প্রথম কর্মকাল শুরু করেন।
বিশ্বনাথ উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের আগামী দিনগুলোতে তাঁর দায়িত্ব পালনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।