বিশ্বনাথনিউজ২৪:: মক্তব্যে ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩১ মে) বৈদ্যকাপন-মহরমপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুম আরশ আলী মেম্বার স্মরণে তাঁর পরিবারের উদ্যোগে ও অর্থায়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গ্রামের মুরব্বী হাজী আব্দুন নূরের সভাপতিত্বে ও বৈদ্যকাপন মহরমপুর জামে মসজিদের মোতায়াল্লি আব্দুল আহাদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মবশ্বির আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী সিরাজ উদ্দিন, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সভাপতি (সাবেক) সভাপতি কলমদর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন বৈদ্যকাপন মহরমপুর গ্রামের মুরব্বী জয়নাল আবেদীন, ইলিয়াছ আলী, গজম্বর আলী, নুরুল ইসলাম, সাদিকুর রহমান, নেপুর মিয়া, হাফিজ মামুন আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীসহ অংশগ্রহনকারী ৪৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।