বিশ্বনাথনিউজ২৪:: ৮মে অনুষ্ঠিত ‘উপজেলা পরিষদ নির্বাচনে’ সিলেটের বিশ্বনাথে নির্বাচন অফিস তথা নির্বাচন সংশ্লিস্ট কর্তৃপক্ষের সামান্য ভুলের কারনে এবার ভোট দিতে পারবেন না উ’প’জে’লা’র ‘গঙ্গাধরপুর’ নামের দুই গ্রামের বা’সি’ন্দা’রা। গ্রাম দু’টি’র নাম যেমন একই, তেমনি অ’ব’স্থা’নও একই পৌরসভায়। বিশ্বনাথ পৌ’র’স’ভা’র ৮নং ওয়ার্ডে যেমন গঙ্গাধরপুর নামে এ’ক’টি গ্রাম রয়েছে ও তেমনি ৫নং ওয়াডে গঙ্গাধরপুর নামে আ’রে’ক’টি গ্রাম রয়েছে। এ নিয়ে দুই এলাকা’সহ আ’শ’পা’শে’র লোকজনের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ ও উ’ত্তে’জ’না। আর ওই ক্ষোভ থেকেই প্র’তি’বা’দ হিসেবে মঙ্গলবার (৭ মে) পৌর শহরে অবস্থান কর্মসূচীর ঘো’ষ’ণা দিয়ে এলাকার সাধারণ ভোটাররা।
সূত্রে জানা যায়, বিশ্বনাথ পৌরসভার অ’র্ন্ত’গ’ত ৮নং ওয়ার্ডের গঙ্গাধরপুর (মশলা) গ্রামের ভো’টা’র তালিকা পৌরসভার ৫নং ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভো’টা’র তালিকার সাথে ভুলবশতঃ অদল-বদল হওয়ায় নি’জ’স্ব ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না গ্রাম দুটির ভো’টা’র’রা। সদস্য সম্পন্ন হওয়া জাতীয় সংসদ নি’র্বা’চ’নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই দুই গ্রা’মে’র ভোটাররা। এর আগে অনুষ্ঠিত ‘বিশ্বনাথ পৌরসভা’র নি’র্বা’চ’নেও একই সমস্যা ঘটলে অ’ভি’যো’গ করা হয়। তা তাৎক্ষণিক সং’শো’ধ’ন করা হলে নিজের কেন্দ্রেই ভোট দেন এই গ্রাম দু’টির ভোটাররা। কিন্তু জাতীয় নির্বাচনে আবারও সেই স’ম’স্যা’র পুনরাবৃত্তি ঘটলে সহকারী রিটার্ণি ক’র্ম’ক’র্তা’র নিকট অভিযোগ করলেও কোন সুরাহা পাননি তারা। এরপর সংশোধনের জন্য আ’বে’’দ’ন করলে নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন আ’গা’মী নির্বাচনের সময় ঠিক হয়ে যাবে। কিন্তু উপজেলা নির্বাচনের ভো’টা’র তালিকা ঠিক থাকলেও ভোট কে’ন্দ্রে’র সীটে দেখা যায় শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কে’ন্দ্রে ৫নং ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৫ ভোট ও ৮নং ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ৬৪ ভোট ৫নং ও’য়া’র্ডে’র দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র’য়ে’ছে। একারনে দুই গ্রামের ভোটাররা ভোট দিতে চা’ই’লে ৯ কিলোমিটার দুরে গিয়ে অন্যের ভোট কেন্দ্রে ভোট দিতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জনান, এ বিষয়টি স’মা’ধা’নে’র জন্য সর্ব্বোচ্চ চেষ্ঠা করা হচ্ছে।
অন্যদিকে, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেয়ার দা’বি’তে মঙ্গলবার পৌর শহরে অ’ব’স্থা’ন কর্মসূচীর ডাক দিয়েছেন গঙ্গাধরপুর গ্রামের বা’সি’ন্দা’রা। এ ব্যাপারে গ্রামের প’ক্ষে বিজয় দে, সোহেল আহমদ জানান, স্বাধীনতার পর থেকে আ’ম’রা শ্রীধরপুর ভোট কেন্দ্রে ভোট দিয়ে আ’স’ছি। পৌর নি’র্বা’চ’ন থেকে এই সমস্যা দেখা দি’য়ে’ছে। আমরা বার বার বি’ষ’য়’টি নিয়ে অভিযোগ করছি, ধর্ণা সংশ্লিস্ট ক’র্তৃ’প’ক্ষে’র দোয়ারে দোয়ারে। কিন্তু বিষয়টি সমাধানে ক’র্ণ’পা’ত করছেন না কেউই। আমরা আমাদের ভোটের অ’ধি’কা’র ফিরে পেতে চাই, অযথা ওই হ’য়’রা’ণী চাই না।