বিশ্বনাথনিউজ২৪:: ৮মে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের নির্বাচনী প্রতীক ‘টেলিফোন’র স’ম’র্থ’নে সোমবার (৬মে) বিকেলে পৌর শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ‘টেলিফোন’ প্রতীকে ভোট চেয়ে বলেন, কাঙ্খিত উ’ন্ন’য়’নে’র জন্যই ৮মে অনুষ্ঠিত নি’র্বা’চ’নে আপনারা ‘টেলিফোন’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুণ। আমি আপনাদের স’ত’তা ও নিষ্ঠার সাথে কাজ করে ‘স্মার্ট বিশ্বনাথ’ উ’প’হা’র দেব। উপজেলার বিভিন্ন এলাকায় ‘টেলিফোন’ প্র’তী’কে’র যে জোয়ার সৃষ্টি হয়েছে, এর সফল বা’স্ত’বা’য়’ন করতে হবে ভোটের দিন ‘টেলিফোন’ প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে।