নিজস্ব প্রতিবেদক::: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় সিলেটের বিশ্বনাথে প্রায় ৩ শতাধিক অসহায়-দুস্থ পরিবারের সদস্যদের মাঝে উপজেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর উপর ওই ইফতার বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগ নেতা সুহেল তালুকদারের সভাপতিত্বে ও রুহেল খানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী যুবলীগ নেতা সুরত মিয়া বাবুল, জেলা যুবলীগের সদস্য শাহ সায়েম, যুবলীগ নেতা নোয়াব আলী, মাহবুবুর রহমান, বেলাল আহমদ।
দোয়া পরিচালনা করেন লেচু মিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম হোসেন, জেলা যুবলীগ নেতা খন্দকার রায়হান, বিলাল আহমদ, লাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলাম, ফারুক আহমদ, শাহান আলী প্রমুখ’সহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।