বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার শাহজিরগাঁও গ্রামে হেকিম শাহ পীরের উত্তরসূরীদের উদ্যোগে ‘হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদ’র ভিত্তিপ্রস্থর স্থাপন ও হেকিম শাহ পীরের ঈসালে ছোয়াব উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শাহজিরগাঁও গ্রামস্থ শাহ মোক্তার আলীর বাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ‘হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদ’র ভিত্তিপ্রস্থর স্থাপন করেন হযরত (রা.) শাহজালাল মাজারের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আমান জংলি শাহ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নিজাম উদ্দিন চৌধুরী।
শাহজিরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী মখলিছ আলীর সভাপতিত্বে ও সংগঠক রফিক আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী শাহ মোক্তার আলী, শাহ ছত্তার আলী, সালিশ ব্যক্তিত্ব মফিজুর রহমান, মঞ্জুর আলী, শেখ নূর মিয়া, আব্দুল মতিন। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।