বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশনের তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
খাদ্যসামগ্রী বিতরণ
খাদ্যসামগ্রী বিতরণ
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার অসহায়-গরীব ও বঞ্চিত সাড়ে ৩ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ মিলনায়তনে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

বিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ্দিন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল, গভর্নিং বডির সদস্য  মফিক মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪