বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৮ম টি-২০ লীগের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারে উত্তরের মাঠে শনিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে রাইজিং স্টার ৩নং ওয়ার্ডকে হারিয়ে সিক্সার সিক্স ৬নং ওয়ার্ড জয় লাভ করে।
জাতীয় সংঙীতের মধ্যদিয়ে শুরু হওয়া খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মাহবুব মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি।
ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সেবুল আহমদ সুহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের নরউইচ এর একাধিক বারের নির্বাচিত কাউন্সিলর এম ফলিক মিয়া চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মুজিবুর রহমান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, সৌদি আরব প্রবাসী কবির মিয়া, কাতার প্রবাসী আরশ আলী, ইউপি সদস্য রইছুল ইসলাম, আব্দুর রব রাজু, বখতিয়ার আহমদ, আব্দুল মতিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ফুলমালা বেগম, সুনাবান বেগম, পারভিন বেগম, যুবনেতা দুদু মিয়া।
এছাড়া অনুষ্ঠানে ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আলী, সহ সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, আজিম উদ্দিন, জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ডের জাহাঙ্গীর ম্যান অব দ্যা ম্যাচ, ব্যাটম্যান অব দ্যা ম্যাচ হাবিব উল্লাহ এবং ৩নং ওয়ার্ডের বেলাল মিয়া বোলার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।