Search
Close this search box.

বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামে নৌকার সমর্থনে উঠান বৈঠক

উন্নয়ন
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘র্স্মাট বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় সামিল থেকে স্মার্ট এলাকা গড়তে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমি এলাকার উন্নয়ন করতে চাই। সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন আমি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাব। প্রবাসী বাঙালীদের উন্নয়নেও আমার ভূমিকা থাকবে। নৌকার বিজয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে অব্যাহত থাকবেন উন্নয়ন কর্মকান্ড। আর কথা দিতে পারি আমার কারণে এলাকাবাসী কারও কাছে ছোট হতে হয়নি, ভবিষ্যতেও হবেন না।’

তিনি সোমবার (১লা জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মনির আলীর বাড়িতে ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীন মুরব্বি শুকর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক ফয়জুল ইসলাম জয়ের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শেখ আজাদ, আশিক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন মহব্বত আলী জাহান ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, মাহবুবুর রহমান, সংগঠক রাজা মিয়া ও আরকুম আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারজান আহমদ।

সভায় লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মাহবুব মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কছির আলী, আওয়ামী লীগ নেতা লাল মিয়া, বিশিষ্ট মুরব্বি নুরুল হক লেচু, আজিজুর রহমান, আনহার আলী, কুদ্দুস আলী, মানিক মিয়া, সেবুল মিয়া, হারুনুর রশীদ, সাহাব উদ্দিন, সুরুজ আলী, নুরুজ আলী, ফরিদ আহমদ, তাজুদ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা ছামিদ হাসান, সাজু আহমদ, জয়নাল আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত