Search
Close this search box.

বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি

ঈদে মিলাদুন্নবী
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ঈদে মিলাদুন্ননবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালির পূর্বে মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের সভাপতি সুফি সামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন লতিফীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলী, পৌর আল-ইসলাম সভাপতি তালুকদার মোহাম্মদ ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শাহ জাহান, ক্বারী সোসাইটির সভাতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার।

র‌্যালি ও সভায় বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত