Search
Close this search box.

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি সভা
প্রতিনিধি সভা
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের টাকা লুটপাট করে বিদেশে আরাম-আয়েশের মধ্যে থাকা খুনী তারেকের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলছে দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে আজ অসহায়-গরীব-বঞ্চিত’সহ দেশের সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়েছে। বিশ্ব নেতারাও আজ বাংলাদেশকে উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে গন্য করছেন। তাই বাঙালী জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘প্রতিনিধি সভায়’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিক প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জোরদাবী জানিয়েছেন।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, ত্রাণ ও সমাকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, ফজর আলী, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।

সভায় বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সমুজ আলী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ২নং ওয়ার্ডের সভাপতি চেরাগ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ৩নং ওয়ার্ডের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক নিরেন্দ্র বাবু, ৪নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক পংকু দেবনাথ, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক রাগীব আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, ৭নং ওয়ার্ডের লীগের সভাপতি ছুরত আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক শফিক নূর, ৯নং ওয়ার্ডের সভাপতি হাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ মঈন উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ